জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ২০০১-২০০২ শিক্ষাবর্ষ থেকে কার্যকর চার বছর মেয়াদী বি.এ. (অনার্স) কোর্স-এর বাংলা বিষয়ের পাঠ্যসূচিতে এম বাং ১০২ সাহিত্যের রূপশিল্প, রসতত্ত্ব, অলংকার ও ছন্দ শিরোনামে ১০০ নম্বরের সংযোজিত পত্র অনুসারে এ পুস্তকটি রচিত। এ গ্রন্থ প্রাথমিকভাবে সাহিত্যের রূপ-রস-অংকার ও ছন্দ সহজভাবে ছাত্র-ছাত্রীদের বোধগম্য হওয়ার এবং পরীক্ষায় উচ্চ নম্বর প্রাপ্তির সহায়ক।