“একটি বিশ্বাসের জন্ম” বইয়ের ফ্ল্যাপের লেখা:
স্বপ্নে দেখা দিয়েছিল, সেইজন্যই পিতৃগৃহের বিগ্রহ গােপালকে নিজের সংসারে এনে নতুন করে প্রতিষ্ঠা করেছিলেন সুমিত্রা। তার নিজের সংসারও আশ্চর্য বৈচিত্র্যময়। জীবনের শুরুতেই যে-অদ্ভুত পরিস্থিতির মুখােমুখি হতে হয়েছিল তাঁকে, অন্য কোনও সাধারণ নারীর ক্ষেত্রে সেরকম ঘটলে ক্রমশ তলিয়ে যাওয়া ছাড়া কোনও পথ খােলা থাকত না। শেষ জীবনেও বহু দুর্যোগ। কিন্তু এ-যুগের মীরা সুমিত্রার সহায় ছিল গােপাল। বারবার গােপাল তাঁর সঙ্গে স্বপ্নে কথা বলে গেছে, বারবার সেকথা সার্থক হয়ে উঠেছে সুমিত্রার জীবনে। সুমিত্রার এই আশ্চর্য গােপালভক্তি এবং সেই ভক্তির সুকৃতিতে সমস্ত দুর্যোগের মধ্য দিয়ে এক স্থির ও পরম লক্ষ্যের দিকে পৌঁছে যাওয়ারই এক অনন্য ঘটনাঘন সম্মােহক উপন্যাস ‘একটি বিশ্বাসের জন্ম। অলৌকিক ব্যাপারের মধ্য দিয়ে নয়, যুক্তি ও ব্যাখ্যাগ্রাহ্য ঘটনাপরম্পরার মধ্য দিয়েই সুমিত্রার বিশ্বাসকে প্রতিষ্ঠিত করেছেন আশুতােষ মুখােপাধ্যায়। সেখানেই এই দুরন্ত কৌতূহলকর উপন্যাসের আসল কৃতিত্ব।