‘ইশ লিবে ডিশ’ জার্মান শব্দ। অর্থ ‘আমি তােমাকে ভালবাসি। এই উপন্যাসটির বিষয়ও ভালবাসা। এক জার্মান ও এক বাংলাদেশী নারীর অপত্য ভালবাসার। সত্যিকারের ঘটনায়। কল্পনার তুলি। বুলিয়ে অনবদ্য এক কোলাজ নির্মাণ করেছেন শাহনাজ মুন্নী। এক নিঃশ্বাসে পড়ে ফেলার মতাে উপন্যাস এটি।