“মধ্য বয়স” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মধ্যবয়স মানুষের জীবনের সন্ধিকাল, মানুষ এ সময় তার জীবনের চাওয়া পাওয়ার হিসাব মিলাতে শুরু করে, অনেকের জীবনের হিসাবই মিলতে চায় না, কারন অনেক সময় মানুষ নিজেই জানেনা সে কি চায় আবার এক সময়ের চাওয়া অন্যসময় পরিবর্তিত হয়ে যায়, এজন্যই করিগুরু হয়ত বলে গেছেন “যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না” মধ্যবয়সের এই টানাপোেড়ন, চাওয়া পাওয়ার অপ্রাপ্তি, সন্তানের অবহেলা, সমাজের মানুষের অসহন শীলতা এসব নিয়েই লেখিকার এই প্রয়াস “মধ্যবয়স” এ প্রয়াস যদি কোন পরিবারের মানুষের মন মননশীলতায় সামান্যতম পরিবর্তনের সূচনা করে তবেই লেখিকার এ ক্ষুদ্র প্রচেষ্টা কিছুটা সফল বলে গণ্য হবে।