মুক্তিযুদ্ধের প্রকৃত নায়ক ছিল এদেশের জনসাধারণ। এই জনসাধারণের দুই অংশ-নারী ও পুরুষ। মুক্তিযুদ্ধের ইতিহাসে পুরুষের বীরত্বের বয়ান কেবল বইপুস্তকে নয়, তাঁদের দেওয়া খেতাব ও উপাধির মধ্যেও উজ্জ্বল হয়ে ফুটছে। ব্যতিক্রম ছাড়া নারীদের বীরত্ব-কথা এবং তাঁদের দুঃসাহসের ইতিহাস আজো মুক্তিযুদ্ধের সময়কার গভীরে জমে আছে। বাঙালি নারীরা কত বিচিত্রভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, তার ইতিহাস একদিন আমাদের জানতে হবে। বর্তমান গ্রন্থে সেই সব নারীর কথা বলা হয়েছে, যাঁদের ভূমিকা ছিল সংগঠকের, সেবিকার, আশ্রয়দাতার, বুদ্ধিবৃত্তিক সহায়তার, জায়া এবং জননীর। বীরাঙ্গনাদের জীবন বিপন্নতার কথাও এসেছে এই পথ ধরে। সব মিলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কথাই হয়ে উঠেছে এ বইয়ের আকর্ষণীয় বিষয়।