সশস্ত্র বাহিনীতে গণহত্যা

৳ 400.00

লেখক আনোয়ার কবির
প্রকাশক সাহিত্য প্রকাশ
আইএসবিএন
(ISBN)
9847012400845
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২১৬
সংস্কার 3rd print, 2014
দেশ বাংলাদেশ

“সশস্ত্র বাহিনীতে গণহত্যা” ‍বইটির সম্পর্কে কিছু কথাঃ
১৯৭১ সালে পাকিস্তানের সঙ্গে এক রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রাম অর্থাৎ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। এর মাত্র সাড়ে তিন বছরের মধ্যে ১৫ আগস্ট ১৯৭৫ সালে সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য দেশীয় ও আন্তর্জাতিক কতক মহলের সহায়তায় জাতির জনকের নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে। সপরিবারে নিহত হন রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান। নৃশংসভাবে ক্ষমতা দখলের আড়াই মাস পরে বীর মুক্তিযােদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মােশাররফ বীর উত্তম-এর নেতৃত্বে সংঘটিত হয় পাল্টা অভ্যুত্থান। খালেদ মােশাররফের অভ্যুত্থানের তিন দিন পর বীর মুক্তিযােদ্ধা সেক্টর কমান্ডার কর্নেল তাহের বীর উত্তমের নেতৃত্বে সংঘটিত হয় সিপাহি অভ্যুত্থান। এসময়ে নিহত হন মুক্তিযােদ্ধা মেজর জেনারেল খালেদ মােশাররফ বীর উত্তম, কর্নেল হায়দার বীর উত্তম, কর্নেল নাজমুল হুদা বীর বিক্রমসহ কয়েকজন। মূলত ক্ষমতায় অধিষ্ঠিত হন মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম। প্রধান বিচারপতি আবু সাদাত মােহাম্মদ সায়েমকে রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক করে নিজে সেনাপ্রধান ও উপ-প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে সবকিছুই নিয়ন্ত্রণ করছিলেন তিনি। ৭ নভেম্বরের ঘটনার পরে ২৪ নভেম্বর গ্রেফতার করা হয় কর্নেল তাহেরকে। দেশদ্রোহিতার অপরাধে অভিযুক্ত করা হয় তাঁকেসহ ৩৩ জনকে। ১৪ জুন কর্নেল ইউসুফ হায়দারকে প্রেসিডেন্ট করে গঠন করা হয় বিশেষ সামরিক আদালত। কোর্ট মার্শালের চেয়ারম্যান ইউসুফ হায়দার পরবর্তীকালে ১৯৮২ সালে ব্রিগেডিয়ার জেনারেল পদে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করে বেসামরিক চাকরি করেন। ৪ সেপ্টেম্বর ১৯৮৭ সালে ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন। | ২১ জুন কোর্ট মার্শাল কর্তৃপক্ষ কাজ শুরু করে। রায় ঘােষণা করা হয় ১৭ জুলাই বিকেল তিনটায়। রায়ে কর্নেল তাহেরকে মৃত্যুদণ্ডসহ অধিকাংশ অভিযুক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং কয়েকজনকে বেকসুর খালাস দেয়া হয়।
সশস্ত্র বাহিনীতে গণহত্যার আর কি কি ঘটনা ঘটেছিলো সেটা বিস্তারিত জানতে বইটি অবশ্যই পড়ুন।

‘ফাঁসির মঞ্চে তেরজন গ্রন্থ প্রকাশের মধ্য দিয়ে আমাদের অতীত খননের কাজ শুরু হলো। আর এক্ষেত্রে আনোয়ার কবিরকে পথিকৃৎ বলা চলে।’ প্রখ্যাত কথাশিল্পী শওকত ওসমান দুই যুগ আগে ’৯৫ সালে লেখকের দ্বিতীয় গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছিলেন। নিরন্তর ধারাবাহিক পথচলার লেখক তিনি। ধীমান ও তীক্ষ্ন মেধাসম্পন্ন মুক্তিযুদ্ধ এবং সামরিক বাহিনীতে গণহত্যা বিষয়ক গবেষক লেখক হিসেবে আনোয়ার কবির দেশের বুদ্ধিজীবী সাংবাদিকসহ সকল মহলের কাছে আলোচিত ও আলোড়িত নাম। দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে রাষ্ট্রপতির রেফারেন্স শুনানী থেকে হাইকোর্টে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন মামলা, বিডিআর বিদ্রোহ মামলা, কর্নেল তাহেরের রিভিউ মামলা ও যুদ্ধাপরাধী দল জামাতের নিবন্ধন বাতিলের ঐতিহাসিক মামলার রায়ে তার ৪ (চারটি) বই অঙ্গাঙ্গিভাবে রেফারেন্স গ্রন্থ। দেশের এই বিষয়সমূহে তাকে অন্যতম অগ্রগণ্য গবেষক হিসেবে বিবেচনা করা হয়। দেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত তৈরির অন্যতম আলোচিত সংগঠন সেক্টর কমান্ডারস ফোরাম-এর প্রতিষ্ঠাতাদেরও অন্যতম তিনি। সংগঠনটির তিনি প্রতিষ্ঠাতা মিডিয়া সমন্বয়ক। তাঁর লেখালেখি গ্রন্থ ও কাজ নিয়ে প্রখ্যাত সাংবাদিক লরেন্স লিফশুলৎস, শওকত ওসমান, গোলাম মুরশিদ, আহমদ ছফা, শামসুর রাহমান, সরদার ফজলুল করিম, যতীন সরকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আআমস আরেফিন সিদ্দিক, ড. কামাল হোসেন, ব্যারিস্টার আমীর উল ইসলাম, এডভোকেট সিরাজুল হক, ব্যারিস্টার এম. জহির, ব্রিগেডিয়ার জেনারেল শামসুদ্দিন আহমেদ, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, মেজর জেনারেল মোহাম্মদ আইন উদ্দিন বীর প্রতীক, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন-অর-রশিদ বীর প্রতীক, মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীক, ড.

রফিক উল্লাহ খান, সৈয়দ আবুল মকসুদসহ দেশবরেণ্য সামরিক বেসামরিক বুদ্ধিজীবী গবেষকগণ একাধিকবার লেখালেখিসহ বিভিন্ন সরকারি বেসরকারি গণমাধ্যমে আলোচনা করেছেন। লেখকের গ্রন্থ : নির্বাচিত প্রতিবেদন জিয়া হত্যা সমরাস্ত্র ও অন্যান্য প্রসঙ্গ (স্বচ্ছ প্রকাশনালয়), ফাঁসির মঞ্চে তেরজন (মাওলা ব্রাদার্স), ফাঁসির মঞ্চে কর্নেল তাহের : একটি অজানা কাহিনী (হাওলাদার প্রকাশনী), স্ববিরোধিতায় আক্রান্ত দেশ (নওরোজ কিতাবিস্তান), ২০ মে ’৯৬ সেনাবাহিনীতে সংঘটিত ঘটনার নেপথ্যে (মাওলা ব্রাদার্স), টেন এক্সক্লুসিভ (চারুলিপি প্রকাশনী), সশস্ত্র বাহিনীতে গণহত্যা (সাহিত্য প্রকাশ), সুফি দর্শন (সাতকাহন প্রকাশনী), বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচার (নালন্দা প্রকাশনী), বৃষ্টিময় সারাদিন (কাব্যগ্রন্থ, সাতকাহন প্রকাশনী), মনমাঝি ও তার বৈঠা (কাব্যগ্রন্থ, কবি প্রকাশনী), মওদুদী-জামাত ফেৎনার স্বরূপ (সম্পাদনা, ইসলামিক ফাউন্ডেশন), মুক্তিযুদ্ধের ঈদ (সম্পাদনা, ইসলামিক ফাউন্ডেশন)


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ