এসময়েই বাংলাদেশের একটি বিশেষ মহল বিশ্বব্যাংকে নামে-বেনামে চিঠি দিয়ে, ই-মেইল, ফ্যাক্স দিয়ে বােঝাতে শুরু করলেন এসরকারের আমলে পদ্মা সেতু করা ঠিক হবে না। পদ্মা সেতু এ সরকারের আমলে বাস্তবায়ন হলে এখানে বড় ধরনের আর্থিক পুন হবে, দুনীতির চেষ্টা হচ্ছে। আর এ দুনীতির অর্থ আওয়ামী লীগ পরবর্তী নির্বাচনে জয়লাভ করার কাজে ব্যয় করবে। রাজনৈতিক কালো বিশ্বব্যাংকের অর্থ ব্যয় হবে এবং এর মাধ্যমে রাজনৈতিকভাবে সরকার লাভবান হবে। এ বিষয় নিয়ে মহলটি শুধু বাংলাসে অপপ্রচার করে ক্ষান্ত হয়নি, এ অপপ্রচারের উপাদান নিয়ে বিশ্বব্যাংকে লবিংও করেন। বিশ্বব্যাংক অশুভ মহলের লৰিঙে প্রভাবিত।