“কিশোর ভৌতিক সমগ্র” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কিশােরদের জন্য রহস্য-অ্যাডভেঞ্চার সাহিত্যে হেমেন্দ্রকুমার রায় ছিলেন অপ্রতিদ্বন্দ্বী। পাশাপাশি অলৌকিক ভৌতিক গায়ে কাঁটা-দেওয়া লেখাও লিখেছেন খুব কম নয়। ছােটদের সাহিত্যের সব ধারাতেই তাঁর ঘােরাফেরা ছিল রাজকীয়। লেখার নামগুলিও তেমনি, শুনলেই রােম খাড়া হয়ে ওঠে। মানুষ-পিশাচ, ‘প্রেতাত্মার প্রতিশােধ’, ‘মড়ার মৃত্যু…। কতরকম ভয়ানক চরিত্র! রাতের ঘুম কেড়ে নেওয়ার পক্ষে যথেষ্ট। আবার পড়েও উপায় নেই। হেমেন্দ্রকুমার রায়ের ভৌতিক লেখার সবগুলি একত্রে সন্নিবেশিত হয়েছে এই বইয়ে রয়েছে ৫টি উপন্যাস এবং ২৯টি গল্প। প্রতিটিই নিজস্ব মেজাজে ভয়াল ও অনবদ্য। ছােট-বড় সববয়েসি পাঠককে সমানভাবে টানবে, এ কথা নির্দ্বিধায় বলা চলে।