“যোগাসনে রোগ-আরোগ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
যােগব্যায়াম সুস্থ জীবনের অঙ্গ। আধুনিক জীবনযাপনের জটিলতা মানুষকে দৈহিক ও মানসিকভাবে অনেকটাই কাবু করে দেয়। শরীর ও মনের স্বাস্থ্য সজীব রাখার ব্যাপারে যােগব্যায়ামের কোনও বিকল্প নেই। এটাই হচ্ছে আদর্শ ‘স্ট্রেস রিলিফ ইনস্ট্রমেন্ট। যােগব্যায়ামের উপকারী ক্ষমতা অনেক অসুখ সারাতে পারে। এই বইয়ের প্রধান লক্ষ্য এটাই। লেখক কে সি বিশ্বাস শুধু যে খ্যাতনামা যােগ শিক্ষক তা নন, তিনি একইসঙ্গে জানেন যােগের মাধ্যমে রােগ সারানাের নানান প্রকৌশল। এই বইয়ে যােগব্যায়ামের গুরুত্বপূর্ণ প্রতিটি আসন সহজ ছবির মাধ্যমে সাবলীলভাবে ব্যাখ্যা করেছেন লেখক। এবং জানিয়েছেন তার ফলাফল। এক কথায় এই বই যােগব্যায়ামে আগ্রহী পাঠকের কাছে অপরিহার্য।