এই বইটির আলোচ্য বিষয় দাসবিদ্রোহ। প্রায় সব যুগেই ক্রীতদাসরা ক্ষমতাশীনদের চক্রের জাল ছিন্ন করার চেষ্টা করেছে। সেই সব লোমহষ4র্6ক কাহিনি নিয়ে এই বইটি। এই বইটিতে প্রধানত প্রাচীন পৃথিবীর তিনটি দাসবিদ্রোহ নিয়ে আলোচনা হয়েছে। যে গুলো ঘটেছিলো রোমে খ্রিঃ১৪০ অব্দ থেকে খ্রিঃ ৭০ অব্দের মধ্যে। প্রসঙ্গক্রমে এসছে গ্রীক রাষ্ট্র, স্পাট4র্6ার ভূমিদাস বা হেলটদের বিদ্রোহের কথাও