“আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বিষয়টা ঠিক মেলাতে পারছেন না তিনি। পাশের ফ্ল্যাটের জাকির সাহেব নেই। নিখোজ কিংবা গুম। অতঃপর লাশপ্রাপ্তি। কিন্তু এর সাথে তার সম্পর্ক কী? গ্রেফতার হলেন সমত রহমান। বাণিজ্যিক এই শহরে প্রতিবেশী হিসেবে নিয়মিত খােজখবর রাখবার পুরস্কার। সাথে আরাে দু’জন জাকিরের খালাতাে বােন সাহানা। আর অফিস কলিগ সায়মা। সাহানাকে প্রায়শই বাসায় আসতে দেখা যেতাে। ছন্দা-জাকির দম্পতির পারিবারিক কলহ মেটাতে। আর সায়মার নাম বারংবার উচ্চারিত হতো ওদের ঝগড়া-বিবাদে। নিজের রিমান্ডের অপেক্ষায় থাকা সমত রহমান। আরেকবার ভাবছেন অসঙ্গতিগুলাে। লাশের গায়ে লালশার্ট জড়ানাে। অথচ শেষদিন জামবেগুনি শার্ট পরে বের হতে দেখেছেন তিনি। যদি ধরে নেওয়া হয়, হত্যার মােটিভ পরকীয়া। তাহলে স্ত্রীকে রেখে স্বামীকে কেন? তাহলে কি হিয়ার মাঝে লুকিয়ে আছে অন্য কেউ!