“কার্ল মার্কস” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
উনিশ শতকের শেষার্ধ, পুরাে বিশ শতক এবং একুশ শতকেও বিশ্বজুড়ে চিন্তাশীল মানুষের আগ্রহের কেন্দ্রে রয়েছেন কার্ল মার্কস। বিশ্ব ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ যার চিন্তা ও দর্শনের অনুসারী সেই মার্কসীয় সাম্যবাদের বিকল্প দর্শন আজো পৃথিবীতে আবিষ্কৃত হয়নি। ভাবতে অবাক লাগে এই চিন্তক কালজয়ী দার্শনিক ও সমাজবিজ্ঞানীর জীবন কেটেছে নানা সংগ্রামের মধ্য দিয়ে। দেশান্তরিত হয়েছেন বার বার। শত বাধাবিপত্তির মুখেও নিজের মতাদর্শ ও দর্শনচিন্তা থেকে একচুলও পিছপা হননি মহামতি কার্ল মার্কস। আজ সারা পৃথিবীর বিশ্ববিদ্যালয়গুলােতে প্রাতিষ্ঠানিক জ্ঞানচর্চায় মার্কসীয় দর্শন তথা সাম্যবাদ’ অবশ্য পাঠ্য।