‘মাশরাফি’ বইটির ফ্ল্যাপের কথাঃ টেস্টে তার এক ইনিংসে ৫ উইকেট নেই । ওয়াসিম, ম্যাকগ্রার মতো শত শত উইকেট নেই তার। ব্রেট লি, শোয়েব আখতারের মতো গতিদানব নন তিনি।
তাহলে তিনি কে?
তিনি মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেটের পরিসংখ্যান, স্পিড গানের হিসাব দিয়ে যাকে চেনা যাবে না। কাগজকলম আর বই খুলে যাকে চিনতে পারবেন না। শুধু টেলিভিশন আর ছাপার অক্ষর যার পরিচয় দিতে পারবে না সেই মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা ফাস্ট বোলার। এই দেশের প্রথম গতিতারকা। মাশরাফি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কদের একজন। মাশরাফি দেশের ক্রিকেটারদের সবচেয়ে বড় প্রেরণার নাম। ক্রিকেটার কেবল নয়; কোনো জাতির ইতিহাসে এমন মানুষই আসে শতবর্ষের আরাধনায়। মাশরাফি হলো গ্রিক ট্র্যাজেডি আর ভারতীয় রোমান্টিকতার মিশেলে এক মহাকাব্য। এমন মহাকাব্যকে ধরতে পারতেন মহাকবি হোমার বা মহাঋষি বেদব্যাস। মহাকবি বা মহাঋষি নয়, নিতান্ত এক কলম-শ্রমিকের লেখায় বই- মাশরাফি।