“রাধিকা” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
নার্সারীর ভেতরে একটা কোণায় রাস্তার বাতির হালকা সােনারঙের ছোঁয়া লেগেছে। সেদিকে রাখা চারাগাছগুলাের কচি সবুজ পাতা বৃষ্টিতে ভিজে চিকচিক করছে। অপূর্ব মায়াবী দৃশ্য। প্রিয় মানুষকে বিদায় জানানাের জন্য নিদারুণ সুন্দর মায়াময়ী আবহ। এমন আবহে চোখের বৃষ্টি আর আকাশের বৃষ্টিতে কেউ কোনাে তফাত খুঁজে পাবে না। ভেতরের কান্নার শিহরণ আর লেপ্টে থাকা শাড়ির বর্ষা-শীতের প্রেমময় কম্পনের বিভ্রান্তিতে কেউ বুঝবে না এদের মধ্যে কোন অনুভূতিটা রাইমার শরীর আর হৃদয়কে বাকি জীবনটাতে বাঁচিয়ে রাখবে। বুকের ভেতরের জমানাে কথা আর অল্প কিছু বলা কথার মাঝে থাকবে শত জনমের অব্যক্ত আফসােস থাকুক। কিছু আফসােস পুঁজি হয়ে থাকুক মনমহলে। তেমনটা না হলে প্রিয় মানুষের বিদায়ে মনমহল শুধু শূন্য হয়ে যাবে না, শূন্য রয়েও যাবে!