“অনুভবে অনুরণন” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
আটটি ভিন্ন আঙ্গিকের কাল্পনিক রূপায়ণ ‘অনুভবে অনুরণন’। অধুনা এক বাঙালি ললনা সুচনা আখ্যানের সুতিকাগার। অসময়ের বৈতরণী পেরিয়ে অবশেষে গৃহমুখী। পথ পরিক্রমায় নিজেকে তুলে ধরা, অচেনা বন্ধুর সান্নিধ্যে সময়ের পাঁচালি। নাম ভূমিকার আখ্যান, পিতৃত্বের অহংকারে গাঁয়ের সহজ-সরল বৃদ্ধ তার সাধনতন্ত্রের পরীক্ষায় উত্তীর্ণ। এছাড়া গতানুগতিক জীবন-যাপনে অভ্যস্ত একজন সফল পিতার আহাজারি? গাঁয়ের সাদাসিধে যুবকের জীবন সংগ্রাম। ভিলেজ পলিটিক্স সেই সাথে জৈবিক পরাবাস্তবতা। ‘অনুভবে অনুরণন’ এভাবে পরিপূর্ণতা পেয়েছে। সময়ের বাতাবরণে অহরহ ঘটে যাওয়া আটটি আলেখ্যে সীমাবদ্ধ থেকে।
তারুণ্যে লেখকের শুরু ছিল নাটকে। এখন পরিশীলিত গল্প-উপন্যাসে। নিয়মিত লেখা হয়ে ওঠে না, কিন্তু পাকচক্রে নিজের জীবন ও আশপাশ যেভাবে দেখেন, এর মধ্যে বিস্তার তার আলেখ্য। সেই ধারাবাহিকতায় এবারের প্রকাশনা ‘অনুভবে অনুরণন’