• আয়ারল্যান্ডের এক দুর্গে বেড়াতে গিয়েছিলেন এডওয়ার্ড সিমনস। হঠাৎ রাতে শরীরে গনগনে এক ছ্যাকা খেয়ে ঘুম ভেঙে গেল ।। তারপরই চোখে পড়ল এক নারী মূর্তি। কিন্তু কী আশ্চর্য! তার শরীরের কোমর থেকে উপরের অংশটাই আছে কেবল।
• বিশাল এক জাহাজ দ্য গ্রেট ইস্টার্ন। কিন্তু সাগরে নামার আগেই মন্দভাগ্য পিছু নিল এর। জাহাজটার কারণে মরল মানুষ, ডুবল অন্য জাহাজ। টাকা-পয়সা হারিয়ে দেওলিয়া হলাে এর মালিকেরা। আর জাহাজের খােলের ভিতরে অবিরাম হওয়া ঠক ঠক শব্দের রহস্যই বা কী?
• মৃত মহিলার কফিনের ডালা খুলল লােভী লােকটা, আংটির মধ্যে বসানাে নীলকান্তমণিটা তার চাই। কিন্তু আংটিটা কেটে বের করে নিতেই উঠে দাঁড়াল সাদা শবের পােশাক পরা মৃতদেহটি। এখন?
• ঘােড়ার গাড়ি চালাচ্ছিল বেন প্রিস্টলি । হঠাৎ সামনে দেখা গেল এক ছায়ামূর্তি। তারপরই মিলিয়ে গেল কোনাে এক ভােজবাজিতে। এটা কি তবে সেই ন্যান্সির ভূত?
• দৌড়ে জাহাজের ডেকে উঠে এল নাবিকটা। পিছু পিছু তেড়ে এল আরাে তিনজন। পরনে নাবিকেরই পােশাক। কিন্তু তাদের মাথা পশুর কেন?
পাঠক এমন চমৎকার স্বাদের ষােলােটি ভুতুড়ে কাহিনি পড়ে শিউরে উঠবেন কখনাে, কখনাে হবেন রােমাঞ্চিত। ভয় আরাে বাড়বে যখন জানবেন এগুলাে মােটেই নিছক গল্প নয়, সত্যি ঘটনা অবলম্বনে লেখা।