“নির্গুণের মুখপঞ্জি ও পাঁজর খোলার গল্প” বইয়ের ফ্ল্যাপের লেখা:
কবির কবিতার মধ্যে যেমন সুর ও ছন্দ থাকে, আমার অপারেশনের মধ্যে সুর না থাকলেও ছন্দ ছিল। অপারেশনটা খুবই সফল হয়েছে। খুবই হাই কোয়ালিটি বাইপাস হয়েছে। এখন রিকোভারির জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমাদের এখন দেখতে হবে, ব্রেন কীভাবে কাজ করছে, কিডনি কীভাবে কাজ করছে। যেহেতু তেমন কোন সমস্যা দেখিনি, তাই আমি মনে করি না- কবির কোনাে আশংকা আছে।’ সাফল্যের সঙ্গে কবির বাইপাস অপারেশন সম্পন্ন করার পর প্রেসব্রিফিং-এ ডা. লুৎফর রহমান এসব কথা বলেন।