“একাত্তরে পরাশক্তির যুদ্ধ” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পায় ৪৪ বছর পূর্ণ হচ্ছে। আমাদের মহান স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভারত, পাকিস্তান ছাড়াও যুক্তরাষ্ট্র, সােভিয়েত ইউনিয়ন, ব্রিটেন, ফ্রান্স, চীন, সুইজারল্যান্ডসহ বহু দেশ এবং জাতিসঙ্ঘ পরােক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়েছিল এবং তাদের মধ্যে কূটনৈতিক চ্যানেলে বহু চিঠিপত্র আদান প্রদান হয়েছিল। কূটনীতিকরা অসংখ্য বৈঠক করেছেন। চিঠিপত্রের মধ্যে কোনােটি ‘মােস্ট কনফিডেন্টশিয়াল, কোনটি ‘মােষ্ট সিক্রেট’ হিসেবে ছিল চিহ্নিত। সেসব চিঠিপত্র ও বৈঠকের বিবরণ এক মূল্যবান দলিল। কোনাে কোনাে দেশ সেইসব চিঠিপত্র পুস্তক আকারে প্রকাশ করেছে, কোনাে কোনাে দেশ এত দিন পর তা অবমুক্ত করেছে- যা আজ ইতিহাসের মূল্যবান উপাদান। অবশ্য কিছু চিত্র অপমানজনক। কিন্তু বাস্তবতা হলাে বাংলাদেশ আজ স্বাধীন ও সার্বভৌম।
ইতিহাসের সেই মূল্যবান উপাদান জানার সুযােগ করে দিতেই এই বই। মুক্তিযুদ্ধভিত্তিক কিছু কষ্টকল্পিত বইও প্রকাশিত হয়েছে কিন্তু বিভিন্ন দেশের রাষ্ট্রীয় পর্যায়ের অভিমত একমাত্র এই বইয়েই হয়ত পাওয়া যাবে। বিভিন্ন দূতাবাস ও পররাষ্ট্র মন্ত্রনালয়সমূহের এসব গােপন তথ্য অন্যথায় অপ্রকাশ্যই থেকে যেত। তবে এই বই নিয়ে একটা খটকা আছে। বিভিন্ন দেশের জাতিরজনক, রাষ্ট্রনায়ক, সরকার প্রধান ও বিশিষ্ট ব্যক্তির নাম ডিপ্লোমেটিক নােটে খুবই সংক্ষিপ্তাকারে উল্লেখ করা হয়েছে। তথ্যনির্ভর থাকতে গিয়ে সে নামগুলাে হুবহু সেভাবেই উল্লেখ করা হয়েছে। এক অর্থে বিষয়টি দৃষ্টিকটু হলেও ইতিহাসের নিরিখে যৌক্তিক। মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনুসন্ধিৎসু পাঠক, গবেষক, কূটনীতিক, হবু কূটনীতিক, তরুন সমাজ, ইতিহাসবিদ ও সিরিয়াস পাঠকের জন্য এ গ্রন্থ এক অমূল্য সম্পদ। দৈনিক নয়াদিগন্তে কিস্তিতে এর অংশ বিশেষ প্রকাশকালেই ব্যাপক সাড়া ফেলে।