একজন সফল ব্যবসায়ী যতই প্রতিভাবান হোন না কেন, সাফল্যের চূড়ায় পৌঁছুতে হলে বাহ্যিক সহায়তা প্রয়োজন। এ মানুষগুলো তাদের জীবনের কোনো না কোনো ক্ষেত্রে পেয়েছেন এমন একজন করে গুরু, যারা তাদের উপরের সিঁড়ি দেখিয়ে দিয়েছেন। জে আর ডি টাটার সমর্থন ছাড়া রুশি মোদিকে টপকে টাটা গ্রুপের প্রধান হতে পারতেন না রতন টাটা। রিচার্ড ম্যাগার বা ম্যাকলিয়ড রাসেলের সমর্থন বিনা খৈতান ভারতের সবচেয়ে বড় চা ব্যবসায়ী হতে পারতেন কিনা সন্দেহ রয়েছে। সফল ব্যবসায়ীদের সাফল্যগাথা মলাটে আবদ্ধ করার গুরুত্বপূর্ণ কাজটি করেছেন ভারতের প্রখ্যাত মিডিয়াব্যক্তিত্ব, বিজনেস হিস্ট্রিয়ান, দ্যা স্মার্ট ম্যাগাজিনের সম্পাদক ও সাংবাদিক গীতা পিরামল। তার ভাষান্তরিত রূপই “বাণিজ্যের মহারাজাগণ”।