ক্যাবলাকান্তকে পরিচয় করিয়ে দিতেই হয় । একই সাথে তার আড্ডাখানাও । আমরা কতিপয় বন্ধু আর আড্ডাবাজ তার খবর রাখব, অন্য আর কাউকে জানিয়ে আনন্দের ভাগ দেব না। কিন্তু এমন-এমন গুরুত্ববাহী ভাগ্য-বিপর্যয় জাতি-বিপর্যয়ের আলামত ফুটে ওঠে, তার আওয়াজে বাগ-বাগিচায় অলি-কলি-ফুলদলও ফুটতে ভুলে যায় । চারপাশের সবকিছুই যেমন প্রকাশ্য হচ্ছে, এমনকি জঙ্গীবাদ ফ্যাসিবাদ বিপ্লববাদ আন্ডারগ্রাউন্ড সবাই যেমন মাথায় উপর দুর্বাঘাস আর ধুলোমাটি সরিয়ে প্রকাশ্য হচ্ছে, সেখানে শ্রীমান ক্যাবলাকন্ত কেনইবা চিরস্থায়ী আন্ডারগ্রাউন্ডে থাকবে?