সমকালীন ঘটনার কাল্পনিক রূপায়ণ এ উপন্যাস। প্রধান চরিত্র নবাব-এর ভালােবাসা। বার বার হোঁচট খায়। ধরে রাখতে পারে না কাউকে। আখ্যানের বিষয়বস্তু, সময়কাল ও সব চরিত্র কল্পনাপ্রসূত। গ্রন্থকার কোন একটি ঘটনা ভাবনায় ধারণ করে সেই মূল সুর উপাখ্যানে নিজের মতাে করে সাজিয়ে পাঠকের সামনে তুলে ধরেছেন। কাহিনী প্রতিষ্ঠিত করার জন্য নানান চরিত্র সৃষ্টি করেছেন, তবে দু’দশক পেছনের ভাবনা থেকে দু’হাজার এক সালের এগার সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে সন্ত্রাসের বলী হয়ে এ্যানাসকার তথা প্রধান চরিত্রের মৃত্যু এবং সত্য সুন্দরের পৃষ্ঠপােষক নবাবের একাকী হওয়াতে কোথায় যেন ভিন্ন সত্যের কাছে পৌছে দিয়েছে তা হলাে মানুষে মানুষে সম্পর্ক বড় বেশি মানবিক । হাঁটি হাঁটি পা পা করে লেখালেখিতে যার আবির্ভাব, তিনি ঔপন্যাসিক মাহবুব লাভলু, কেমন করে সাজিয়েছেন ত্রিমূখী এই মানব বসতি! কেমন করে তুলে এনেছেন একজন নবাবের জীবনাচরিত আখ্যান আধিজৈবিক।