“কালের দর্পণে সমর সেন: তথ্যে স্মৃতিতে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জীবনীগ্রন্থের জন্য প্রয়ােজনীয় যাবতীয় প্রকীর্ণ উপাদান, তথ্য ও স্মৃতি, তাদের। বহুমাত্রিক চরিত্র এবং ইতিহাস-সংশ্লিষ্ট কালানুক্রমিক পরিপ্রেক্ষিত সমেত,। সযত্নে সন্নিবেশিত এখানে। সমর সেন (১৯১৬-১৯৮৭)-এর| বর্ণময় জীবনের একটি তথ্যাশ্রিত, সুবিন্যস্ত পরিচয় এইভাবেই দুই মলাটের মধ্যে ধরে রাখা।