“গার্মেন্টস মার্চেন্ডাইজিং” বইটির সম্পর্কে কিছু কথাঃ
কোন বিশেষ ডিজাইনের কোন রপ্তানি গার্মেন্টস অর্ডার সংগ্রহের সাথে সম্পৃক্ত সকল কার্যাবলী, গার্মেন্টস উৎপাদনের জন্য প্রয়ােজনীয় সকল কিছুর বিশ্লেষণ, গার্মেন্টস এর উৎপাদন সিডিউল, গুনগত মাণ, এবং নির্ধারিত সময় মােতাবেক রপ্তানি ইত্যাদির প্রতি বিশেষ দৃষ্টি রেখে ঐ পরিমাণ গার্মেন্টস (সংগৃহীত গার্মেন্টস অর্ডার পরিমাণ) এর উৎপাদন ইত্যাদি সকল কিছুর সমন্বয়কে “গার্মেন্টস মার্চেন্ডাইজিং” বলা যেতে পারে। উপরে বর্ণিত সংঙ্গা অনুযায়ী, এটা পরিস্কার বুঝা যায় যে একটি গার্মেন্টস অর্ডার সংগ্রহকরণ অর্থাৎ, রপ্তানী এল.সি, এবং বায়ারের সন্তষ্টি সাপেক্ষে নির্দিষ্ট সময়ের মধ্যে এই গার্মেন্টসগুলির উৎপাদন খুব সহজ কাজ নয়। গার্মেন্টস মার্চেন্ডাইজিং এর সাথে সংশ্লিষ্ট কার্যাবলি সাধারণত গতিশীল ও দক্ষ ব্যাক্তি কর্তৃক সম্পাদিত হয় যাকে গার্মেন্টস মার্চেন্ডাইজার বলে। ব্যাক্তি “গার্মেন্টস মার্চেন্ডাইজার” গার্মেন্টস উৎপাদন ও গার্মেন্টস রপ্তানী সেক্টরে একজন অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি।