“বীজগণিতে আনন্দভ্রমণ ১ম খণ্ড” বইয়ের ফ্ল্যাপের লেখা:
গণিতের খুব মৌলিক কয়েকটি শাখার একটি হচ্ছে বীজগণিত। বীজগণিতের জ্ঞান ছাড়া একজন মানুষের গণিতের জ্ঞান এবং দক্ষতা পূর্ণতা পায় না। এই বইটি মূলত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী এবং গণিত অলিম্পিয়াডের। প্রস্তুতি গ্রহণকারী শিক্ষার্থীদের বীজগণিত শেখার জন্য লেখা। এটা প্রচলিত ধারার বীজগণিত বই নয়। এখানে আলােচিত ধারণা ও সমস্যাগুলাে একেবারে সহজ করে বর্ণনার ভঙ্গিতে উপস্থাপন করা হয়েছে। তাই বলা যেতে পারে, শুধু মাধ্যমিক স্তরের শিক্ষার্থী নয়, বাংলা পড়ে বুঝতে পারে এমন সবাই বইটার সাহায্যে বীজগণিতের মজার রাজ্যে ভ্রমণ করতে পারবেন। বিভিন্ন ধরণের সংখ্যার ধারণা দিয়ে বইটি শুরু হয়েছে।। একে একে চলক, একচলক বিশিষ্ট সমীকরণ ও তার সমাধান পদ্ধতি, দুই বা ততােধিক চলক বিশিষ্ট সমীকরণ ও তাদের সমাধান পদ্ধতি, অনুপাত ও সমানুপাত নিয়ে আলােচনা করা হয়েছে। প্রতিটি অংশের আলােচনা শেষে। গুরুত্বপূর্ণ কথাগুলি বক্স করে লিখে দেয়া হয়েছে। আর অনুশীলনের জন্যও প্রত্যেকটি ধাপে এবং অধ্যায় শেষে পর্যাপ্ত পরিমাণ সমস্যা রাখা হয়েছে। তাই গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বীজগণিতের মৌলিক বিষয়গুলাে জানতে আগ্রহী সকল পাঠকের জন্য বইটি বিশেষ উপযােগী।