বই পরিচিতি:
বাংলাদেশের বিতর্ক অঙ্গনে ফরিদপুর বিশেষভাবে আলোচিত। দেশের বিতর্ক আন্দোলনে ফরিদপুরের অবদান অনস্বীকার্য। ফরিদপুরে বিতর্ক চর্চা-বইয়ে ১৯৬৭ থেকে ২০১৭, এই পাঁচ দশকের বিতর্ক চর্চার ধারাবাহিক চিত্র উঠে এসেছে। বইটিতে মোট ৬টি অধ্যায় ও ৪৯টি অনুচ্ছেদ রয়েছে। ফরিদপুরে বিতর্ক সংগঠন প্রতিষ্ঠা, কর্মশালা আয়োজন, টিভি বিতর্কে অংশগ্রহণ, প্রতিযোগিতা ও উৎসব আয়োজন, শিক্ষকদের পৃষ্ঠপোষকতা, বিতর্কের ধরনের পরিবর্তন ইত্যাকার নানা দিক উঠে এসেছে এখানে। একই সাথে গুরুত্বপূর্ণ আয়োজনের দুর্লভ ছবিও সংযোজিত করা হয়েছে। অধ্যায়ভিত্তিক আলোচনায় তথ্যসূত্র নির্দেশ করা হয়েছে, এবং শেষে সংযুক্ত করা হয়েছে নির্ঘণ্ট।