তারুণ্যের স্রোতে আগুয়ান, জীবনবােধের কবি রুহুল আমিন রােদুর। আর দশজনের মতাে স্বপ্নে। বৃত্তবন্দি না হয়ে, বাস্তবাতার ডানায় ভর করে ঘুরে। ফেরেন কবিতার ভুবনে। কবিতা তার নেশা। মনােজগতের মহাসমুদ্রে ডুব দিয়ে- শব্দের মণিমুক্তা দিয়েই কবি সাজান তাঁর কবিতার শরীর। নিজস্ব দক্ষতা আর নান্দনিকতায়, শব্দবিন্যাসের চতুরতায় তিনি নিপুণভাবে আঁকেন প্রেম-বিরহ-ভালােবাসা-মানবতার শৈল্পিক চিত্রকল্প। তুলে ধরেন পােড়খাওয়া মানুষের জীবনােপাখ্যান। জলের বিছানা’ কাব্যগ্রন্থে কবি বাস্তবতার আর আবেগের বিচ্ছুরণে লােনা নদীর স্রোতে যে দ্যোতনা সৃষ্টি করেছেন, তা পাঠক হৃদয়ে, ভালােবাসার চাদরে; অতি আদরে; জায়গা করে নিবে এটা নির্দ্বিধায় বলা