“সে রাতে আমিও মেঘ হয়েছিলাম” বইয়ের ফ্ল্যাপের লেখা:
জন্মদিনের আগের রাতে তার বাড়ি ফেরার সময় হলে একবার এসেছিল সে আমার কাছে। কিছু অহেতুক প্রশ্ন করলাে, ‘দইয়ের সাথে অন্য একটা মিষ্টি দিলে ভালাে হতাে না? বাচ্চাদের জন্য কিছু উপহার কিনে রাখলে ভালাে হতাে ?’ এই সব। আমি একটু অবাক হয়ে বললাম, ‘আমায় জিজ্ঞেস করছাে? এসব তাে তুমিই দেখছিলে!’ আমার কথার কোনাে উত্তর না দিয়ে সে বললাে, আর কাউকে দাওয়াত দেওয়া বাকি নেই তাে?’ আমি অলসভাবে বলেছিলাম, ‘বাদ গেলে যাক, ও নিয়ে ভেবাে না তুমি।