“বিজ্ঞানের বাইরে” বইয়ের ফ্ল্যাপের লেখা:
বিজ্ঞান-ছােট্ট এই শব্দকে ধরেই মানুষ প্রতিনিয়ত জবাব খুঁজে চলেছে ঘটে চলা নিত্যনতুন ঘটনার। কিন্তু সব ঘটনার ব্যাখ্যা দিতে পেরেছে কী? উঁহু! পারেনি। প্রকৃতি নিজের সমস্ত যত্ন দিয়ে তৈরি করেছে ঘন অন্ধকারমাখা রহস্যদের। বিজ্ঞানের বাইরে থাকা এই প্রশ্নবােধক চিহ্নআঁকা সমস্ত ব্যাপার নিয়েই এই বইয়ের কথাগুলাে। রহস্য খুঁজছ? পড়ে ফেল-বিজ্ঞানের বাইরে।