ওবায়েদ আকাশের কাব্যভাষার নতুনত্ব ও ভিন্নতা এখন সর্বস্বীকৃত ।গত শতকের নব্বইয়ের দশকে আবির্ভূত হয়ে তিনি তাঁর সময়কে চমকে দেন।নির্মাণ করেন এক ঈর্ষনীয় কাব্যভাষা-যা তাঁকে আজ নতুনতর কবিদের আইডলে পরিণত করেছে।গড্ডল স্রোত থেকে নিজেকে ভিন্নধারায় প্রবাহিত করতে লেখালেখির মাধ্যম হিসেবে বেছে নেন লিটল ম্যাগাজিন।এবং শালুক নামে একটি লিটল ম্যগাজিনও সম্পাদনা করেছেন ১৯ বছর ধরে।ওবায়েদ আকাশ কাউকে প্রতিদ্বন্বি মনে করেন না,তিনি নিজেই তাঁর প্রতিদ্বন্বি ।নিজের কবিতা দিয়ে নিজেকে অতিক্রম করে যাওয়াতেই তাঁর আনন্দ।তাঁর প্রতিটি গ্রন্থে এই উল্লস্ফনের স্বাক্ষর রয়েছে।তাঁর প্রতিটি গ্রন্থে এই উল্লস্ফনের স্বাক্ষর রয়েছে।তাঁর কবিতা সর্বভূক হলেও-বাংলাদেশের শ্যামলহরিৎ প্রকৃতি ও নিসর্গপণা অনিবার্য় অনুসঙ্গ।তারপর বিশ্ব ও পরাবিশ্ব ।‘বাছাই কবিতা’ গ্রন্থটি ২০১০ সালের পর থেকে রচিত ছয়টি গ্রন্থের এবং অগ্রন্থিত কবিতা থেকে বাছাইকৃত কবিতার সংকলন।আলোচ্য গ্রন্থে পাঠক সর্বসাম্প্রতিক কাব্যভাষার এক চমৎকার পরস্পরা খুঁজে পাবেন বলে গভীরভাবে বিশ্বাস করি।