“আর্নেস্ট হেমিংওয়ে নির্বাচিত ছোটগল্প” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
গােটা মার্কিন সাহিত্যে হেমিংওয়ের মতাে করে যুদ্ধকে আর কেউ উঠিয়ে আনতে পারেননি। ফলে বিশ্বসাহিত্যে ওয়ার রাইটিংস বা যুদ্ধভিত্তিক সাহিত্যকর্মের প্রসঙ্গ উঠলেই চলে আসে তার নাম হেমিংওয়ে নিজে যুদ্ধসৈনিক ছিলেন বলেই হয়তাে তার সাহিত্যে যুদ্ধের ভয়াবহতা ও যুদ্ধপরবর্তী নিঃসঙ্গতা বা হতাশার কথা এমন মর্মস্পশী হয়ে উঠে এসেছে।
এই সংকলনে স্থান পাওয়া ২০টি গল্পের প্রায় সবই হেমিংওয়ের বহুল পঠিত। গল্পগুলাের অনুবাদকদের অনেকে আবার নিজেরাও শক্তিশালী গল্পকার ও গদ্যশিল্পী অথবা খ্যাতনামা অনুবাদক। কাজেই এখানে হেমিংওয়ের সর্বাধিক-সংখ্যক গল্প বিশ্বস্ত অনুবাদে পাঠক পড়ার সুযােগ পাবেন।