“১৪১৩ টুকরো একটি লাশ” বইয়ের ফ্যাপের লেখা:
অনেকেই হয়ত বইয়ের নাম পড়েই ভাবছেনএকটি লাশকে কি কখনাে ১৪১৩ টুকরাে করা সম্ভব? হ্যাঁ, এই প্রশ্নটা আমারাে! আপনি যখন কাউকে সত্যিকার অর্থে ভালােবাসবেন, হৃদয় উজাড় করে চাইবেন; তখন ঠিক সেই মানুষটাও আপনাকে একইভাবে ভালােবাসুক -এটাই হয় প্রতিটি মানুষের একান্ত চাওয়া। এই চাওয়া আর পাওয়ার মাঝে প্রতারণা নামের নষ্টবীজ যদি একবার ঢুকে পরে; তবে একটা জীবন মর্গে যাবে। কখনাে কখনাে তীব্র ভালােবাসা থেকে তৈরি হয় এক পৃথিবী ঘৃণা। আর এই ঘৃণার বারুদ জ্বলতে থাকলে মহাপ্রলয় ঘটিয়ে দেওয়া যায় নিমিষেই। ভালােবাসা থেকে বিশ্বাস, এরপর প্রতারণা, এসব কিছু মেনে নিলেও ধৈর্যের বাঁধ ভেঙ্গে গেলে শুরু হয় ঘৃণা।
অতঃপর…মহাপ্রলয়। এমনই একটি ঘটনার বর্ণনা নিয়ে মলাটবদ্ধ হয়েছে ১৪১৩ টুকরাে একটি লাশ।