বিবাহ: আহকাম ও মাসায়েল

৳ 400.00

লেখক জুবাইর আহমদ আশরাফ
প্রকাশক রাহনুমা প্রকাশনী
আইএসবিএন
(ISBN)
9789849322078
ভাষা বাংলা
পৃষ্ঠার সংখ্যা ২৫৬
সংস্কার 1st Published, 2018
দেশ বাংলাদেশ

“বিবাহ: আহকাম ও মাসায়েল” বইয়ের সংক্ষিপ্ত কথা
হযরত আনাস ইব্নে মালিক রাযিয়াল্লাহু আনহু বলেন, তিন ব্যক্তি উম্মাহাতুল মুমিনীন এর ঘরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তারা এ বিষয়ে অবগত হওয়ার পর, তারা যেন তাঁর ইবাদতকে কম মনে করলেন। পরক্ষণেই তারা বললেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আমারা কোথায় আছি? তাঁরা তো পূর্ববর্তী পরবর্তী সকল গোনাহ ক্ষমা করে দেওয়া হয়েছ! তাদের একজন বললেন, আমি আজীবন সারা রাত্রি নামায আদায় করব।
অপরজন বললেন, আমি সারা জীবন রোযা রাখব, একদিনও বাদ দেব না। অপর একজন বললেন, আমি চিরদিন নারীর সংশ্রব থেকে দূরে থাকব, কখনো বিবাহ করব না। অতঃপর তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, তোমরা তো এরূপ এরূপ বললে। শুনে রাখ, আল্লাহর কসম! আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশী ভয় করি, অথচ আমি রোযাও রাখি, বিরতিও দেই; রাত্রে নামাযও পড়ি, নিদ্রাও যাই। আমি বিবাহ বন্ধনেও আবদ্ধ হই। সুতরাং যে ব্যক্তি আমার এ সুন্নত থেকে মুখ ফিরিয়ে রাখে, সে আমার অনুসারীদের অন্তর্ভুক্ত নয়।

জুবাইর আহমদ আশরাফ স্বভাবগতভাবেই পাঠপ্রিয়, সন্ধানী মানুষ। তাঁর ভাষা সহজ নিটোল। বড় আলেমের যােগ্য সন্তান। যারা পড়েন অনেক, লেখেন সামান্য, তিনি ওই গােত্রের লেখক। ধীমান, বুদ্ধিচঞ্চল, সরলচিন্তক এই আলেম লেখক জন্মগ্রহণ করেন ১৯৭০ সালে। তার কীর্তিমান বাবা শাইখুল হাদীস মাওলানা আশরাফ উদ্দীন আহমদ রহ. ছিলেন ভারত-স্বাধীনতাআন্দোলনের বীর সিপাহসালার শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহ.-এর বিশিষ্ট ছাত্র। পরিচ্ছন্ন বােধ, আদর্শিক চেতনা আর জ্ঞানতপস্যা পেয়েছেন উত্তরাধিকার সূত্রে। বিরলপ্রজ মনীষী মুহাদ্দিস আল্লামা কাজী মুতাসিম বিল্লাহ রহ.-এর সান্নিধ্য ওই বােধ চিন্তা ও আদর্শের দীপ্তিকে করেছে আরও দীপান্বিত। ১৯৯১-৯২ সালে দাওরায়ে হাদীস সম্পন্ন করেছেন জননীবিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ থেকে। কর্মজীবনের প্রায় শুরু থেকেই হাদীসের অধ্যাপক। লেখকজীবনে তার অনন্য স্বাতন্ত্র্য হলাে তিনি দীর্ঘদিন ভাষাবিজ্ঞানী ড. কাজী দীন মুহম্মদের অধীনে বাংলা ভাষা ও সাহিত্য অধ্যয়ন করেছেন। তার সযত্ন পাঠ, তীক্ষ্ণ আহরণ ও সৃজনশীল মেধায় মুগ্ধ ছিলেন কাজী দীন মুহম্মদ রহ.। তিনি ভাষার সমঝদার। তার লেখা প্রাঞ্জল । দুধের সরের মতন স্বাদু ও ভােরের হাওয়ার মতন কোমল।


লেখক সম্পর্কে বিস্তারিত পড়ুন →
বই সম্পর্কে কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে আমাদেরকে জানান
শেয়ার করুন

লেখকের অন্য বইসমূহ

প্রকাশকের অন্য বইসমূহ