“দ্য সাটল আর্ট অব নট গিভিং আ এফ*সিকে” বইটির ভূমিকা থেকে নেয়াঃ
আমি এ পর্যন্ত মােটিভেশনের ওপর বেশ কিছু বই অনুবাদ করেছি। সেগুলাের লেখকরা ছিলেন বিশ্ববিখ্যাত। কিন্তু ‘দ্য সাটল আর্ট অব নট গিভিং আ ফা*’ এর লেখক মার্ক ম্যানসন একেবারেই নবীন, তাঁর বইটিও বেরিয়েছে মাত্র বছর দুই হলাে। কিন্তু আমেরিকান এই লেখক এই একটি বই লিখেই বিখ্যাত হয়ে গেছেন। তাঁর বইটি ২০১৯-এর জানুয়ারি পর্যন্ত ৩ মিলিয়ন কপি বিক্রি হয়েছে, নিউ ইয়র্ক টাইমস বেস্ট-সেলার হিসেবে ৬০ সপ্তাহ জুড়ে বাজার দখল করে রেখেছে।
এ বইটি সম্পর্কে আমি প্রথমে জানতে পারি ফেসবুকে। সবাইকে দেখলাম বইটি নিয়ে অনেক আগ্রহ। ভাবলাম পড়েই দেখি না কী আছে এর মধ্যে। পড়লাম এবং চমৎকৃত হলাম। এটি গতানুগতিক মােটিভেশনাল বইগুলাে থেকে একদমই আলাদা। বইটি কেন বাজারের অন্য সব আত্মউন্নয়ন বই থেকে ব্যতিক্রম তা পাঠক পড়লেই বুঝতে পারবেন। এখানে একটি কথা বলে রাখি আমি বইটির ভাবানুবাদ করেছি ফলে দু’একটি জায়গার মেদ ফেলে দিয়ে মূল কাঠামােটি রাখা হয়েছে। তবে আমার সজাগ নজর ছিল পাঠক যেন বইটি পড়ার সময় মূল রস আস্বাদন করতে পারেন। এ বইয়ের প্রকাশক আত্ম-উন্নয়নমূলক বই আরও করতে চান। এ বইটি পাঠক সমাদৃত হলে ভবিষ্যতে এ ধরনের বেস্টসেলার বই আপনারা জিনিয়াস থেকে আরও উপহার পাবেন।