“মধ্যবিত্ত মিথ্যাবাদী” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
জয়াশিস বণিক স্বল্প সময়ের পরিচয়েও মনে দাগকাটার মত একজন মানুষ! হাসিই যেন জীবনের অন্যতম প্রধান উপাদান; সদা হাস্যোজ্জ্বল এই মানুষটাকে দেখলেই উপলব্ধি করা যায়। অণুকবিতা দিয়ে হাতেখড়ি হলেও মূলত তিনি একজন স্বভাব কবি। তার পরিচয় মিলবে ‘মধ্যবিত্ত মিথ্যাবাদী’র মাধ্যমে। জীবন ভাবনার সব বাস্তবতা, প্রেম, কল্পনা ও অনুভূতির এক অনন্য সংমিশ্রণ ‘মধ্যবিত্ত মিথ্যাবাদী’। কবির প্রথম কাব্যগ্রন্থ প্ৰেমাণুকাব্য এবং তুমি পেয়েছে বিপুল পাঠক প্রিয়তা। তারই অনুসরণে এ কাব্যগ্রন্থ সাজিয়েছেন অণুকবিতায়, সে সঙ্গে যুক্ত করেছেন ব্যক্তিগত অনুভূতির নির্মল নির্যাস প্রচলিত আকারের কবিতা। কবিতাগুলাে যেমন পাঠককে অতীত, বর্তমানের বাস্তবতার দোলাচলে ফেলবে, তেমনি অণুকবিতাগুলাে যােগাবে প্রেমানুভূতি ও হাসির খােরাক। পাঠকের মনের একটা কোণ ছুঁয়ে গেলেই সার্থক হবে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।