‘আমরা একসাথে ছিলাম। কত দিন, কত রাত ..একই পার্টির ছায়াতলে। আর এখন ওরা আমাদের ওপর হাত তুলবে! আমার বিশ্বাস হয় না। বিভক্তি! সেপারেশন। থিয়েটার রোডের সেই দৃশ্য মনে আছে? আমার মনে হয় থিয়েটার রোড থেকেই যেন দেশের ভবিষ্যতটা রচনা হয়ে গিয়েছিলো। থিয়েটার রোডে? মনে নাই? শরণার্থী সরকারের সেই অফিস। ১৯৭১-এ সেই বাড়িটায় সেদিন দুই দিকে দুই নেতৃত্ব, মাঝখানে কর্নেল…সত্যি করে বল? সেদিন কর্নেল কি পেরেছিলো দুই শক্তিকে একত্রিত করতে?’