“নিশাবসান” মানে রাত্রির অবসান। প্রতিটি মানবের জীবনে রাত্রি আসে ।আবার চলেও যায়। রাত-দিনের এই আসা যাওয়ার মাঝের সময়গুলাে সবার জীবনে কিছু অভিজ্ঞতার জন্ম দেয়। কিছু শিক্ষার উপকরণ মিলে। সেই শিক্ষাকে কাজে লাগিয়ে মানুষ তার জীবনের পরবর্তী সময়গুলােতে সাবধানে পা ফেলে। নিশাবসান গল্পগ্রন্থের গল্পগুলাে সব পরিচিত গল্প। আমাদের আশেপাশে ঘটে যাওয়া ঘটনার একটি লিখিত রূপ। গল্পের নারী চরিত্রগুলাে জীবন থেকে পাওয়া অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানাের চেষ্টা করেছে। অথবা বলা যায় ভালাে থাকার চেষ্টা করেছে। নারী চরিত্রগুলাের এই ভালাে থাকার প্রয়াসকে কেন্দ্র করে আমার “নিশাবসান” গল্পগ্রন্থ।