“মার্কেটিংয়ের সহজপাঠ” বইয়ের ফ্ল্যাপের লেখা:
মার্কেটিং বিষয়ে গােটা দুনিয়ায় প্রতি বছর অসংখ্য বই লেখা হয়। আমাদের দেশে নির্ধারিত টেক্সট ছাড়া মার্কেটিং পড়ার কালচার সেভাবে গড়ে ওঠেনি। এমনটা হওয়ার পেছনে চাহিদা ও জোগান উভয় দিক থেকেই সমস্যা রয়েছে। বাংলা ভাষায় সমসাময়িক ও পরিচিত ঘটনাগুলাের মার্কেটিং বিশ্লেষণ সংক্রান্ত বই পাওয়া গেলে ‘অন্তত কিছু মানুষ’ সেগুলাে পড়বে—সেই আকাঙ্ক্ষা থেকেই বইটি রচিত। শিক্ষাজীবনে যাদের মার্কেটিং বিষয়ে পড়া হয়ে ওঠেনি। তাদেরও যেন বুঝতে সমস্যা না হয়—সেটা মাথায় রেখে বিষয়গুলাে সেভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু পণ্যের বিপণন নয়, বরং দৈনন্দিন জীবনে এর প্রভাব, মার্কেটিংয়ের বদলে যাওয়া, এ-বিষয়ক নানা মিথ ও বিভ্রান্তি, সংশ্লিষ্ট বিধিসমূহ, হুমায়ুন আহমেদের মার্কেটিং কৌশল, কৃষিপণ্যের বিপণন, স্থানভেদে মার্কেটিং চর্চার পার্থক্য, দিবস বাণিজ্যের রকমফের, সিরিয়াল আসক্তির বিশ্লেষণ, টিভি বিজ্ঞাপনের হালচাল, মার্কেটিং পাপ থেকে বাঁচার উপায় এবং দৈনন্দিন জীবনে একজন মার্কেটারের ‘চাপ’ ম্যানেজ করার নানা কৌশল—মজার তথ্য ও উদাহরণসহ তুলে ধরা হয়েছে একবার পড়া শুরু করলে, কোনাে প্রকার বিরক্তি উৎপাদন ছাড়াই শেষ পর্যন্ত পৌঁছবেন—সে নিশ্চয়তা দেয়া যায় । বিবিএ ও এমবিএ শিক্ষার্থী, নতুন উদ্যোক্তা এবং মার্কেটিং প্র্যাকটিশনারদের—আনন্দের মাধ্যমে শেখার দারুণ এক উপলক্ষ হিসেবে গণ্য হবে—সেই প্রত্যাশা থেকেই বইটি রচিত। পাঠককে ধরে রাখার যে অনবদ্য দক্ষতা লেখকের রয়েছে; এই বইয়ে তিনি সেটাকে ছাপিয়ে গেছেন—পাণ্ডুলিপি। পাঠকারীদের এমনটাই মন্তব্য। তাই পড়া শেষে আপনিও হতাশ হবেন না—কথাটা কিন্তু শুধু। কোম্পানির প্রচারের স্বার্থে’ বলা হচ্ছে না!