“কর্মব্যস্ত সুখী জীবন” বইটির ফ্ল্যাপ এর লেখাঃ
ভােগবাদী পণ্য-আগ্রাসন আর নিত্যনতুন প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহারের ফলে আজ বিশ্বজুড়ে বাড়ছে লক্ষ্যহীন, নিষ্ক্রিয়, হতাশ, একাকী ও পরিবার-বিচ্ছিন্ন মানুষের সংখ্যা। সেইসাথে ফেসবুক-ইউটিউব-অনলাইন – গেমের মতাে ভার্চুয়াল ভাইরাসে আক্রান্ত হয়ে তারা ক্রমশ হারিয়ে যাচ্ছে। আত্মধ্বংসী গােলকধাঁধায়। ডুবে যাচ্ছে বিভ্রান্তির চোরাবালিতে। * বৈশ্বিক এ সমস্যার সমাধান খুঁজতে গিয়ে মূলধারার পত্রিকা ও খ্যাতনামা। চিকিৎসা-সাময়িকীগুলাে বলছে-লক্ষ্য-সচেতনতা, ইতিবাচক জীবনদৃষ্টি, পারিবারিক সম্প্রীতি ও সক্রিয় জীবনাচারই পারে দুর্দশার এই বৃত্ত থেকে। একজন মানুষকে মুক্তি দিতে। সে বিবেচনায় আমরা বলতে পারি| কোয়ান্টামের ২৫ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত কর্মব্যস্ত সুখী জীবন। একটি সময়পযােগী সংকলন। যার ৩২টি নিবন্ধজুড়ে রয়েছে । জীবনকে কর্মমগ্নতায় উদযাপন করার কল্যাণ-আহ্বান বিষয়বৈচিত্র্যে তাই বইটি হয়ে উঠতে পারে আধুনিক মানুষের। যুগ-যন্ত্রণার অন্যতম প্রতিষেধক।