বেশি সহজ ভেবে বিসিএসটা না মিস হয় আবার!!!
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি জ্ঞানের দিক দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি বিশ্বে কিন্তু পরীক্ষা গুলোতে আমরা পিছিয়ে যাচ্ছি। এই জন্য হয়তো শিক্ষা ব্যবস্থায় হাইস্কুল থেকেই “কম্পিউটার ও তথ্য প্রযুক্তি” রাখা হয়েছে। কিন্তু বিষয়টা এখন এতটাই গুরুত্বপূর্ণ যে , বিসিএস , ব্যাংক বা যেকোন জবের পরীক্ষা সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা গুলোতে এটা রাখা হয়েছে। কম্পিউটার এমন এক মাধ্যমে পরিণত হয়েছে একে ছাড়া আমাদের চলা যেমন যাবে না তেমনি একে নিয়ে জ্ঞানেরও কোন শেষ নেই। জব মার্কেট এর কথা ভেবেই এমপি থ্রি খুব সুন্দর ও সহজ ভাষায় নিয়ে এসেছে “কম্পিউটার ও তথ্য প্রযুক্তি”।