কুসুম যেভাবে ঋণী হয়ে থাকে পুষ্পকলির কাছে, জীবনের প্রেরণা তেমন করেই মেলে কৈশোরের কাছ থেকে। অনুভূতি বহনের সূচনাসিঁড়িটি হলো কৈশোর। শৈশবকে মানুষ মনে রাখতে পারে না। নিজেকে ভালো করে পায় কেবল কৈশোর থেকেই। কৈশোর হলো সেই সাঁকো যার ওপর দিয়ে মহাসড়কে এসে পৌঁছে জীবন। জীবনকোষে থাকা যে সত্য তাকে ক্রমাগত বড় হতে বলে, শৈশব পার করে কৈশোরে এসেই জীবন প্রথম সেই বড় হওয়ার স্বাদ পায়। কৈশোরকে তাই অনেকেরেই মনে হয়, জীবনের আবেগমাখা মধুরতম বিভোর লগ্ন।