“মেসমেট (সাইকোলজিক্যাল থ্রিলার)” বইয়ের পেছনের কভারে লেখাদুঃস্বপ্ন তাড়িয়ে বেড়ায় মামুনকে। যা দেখে সত্যি হয়ে যায়। একজন মেসমেট এসে ওঠে মেসে। শুরু হয় অদ্ভুত সব ঘটনা।
আরেক মেস মেম্বার মারা যায় সড়ক দুর্ঘটনায়। জহির তার নাম। এর আগে মামুন ঠিক যেমন দেখেছিল দুঃস্বপ্নে, তেমনটিই দেখে সে জহিরের লাশ!
আফজাল সাহেব নামের একজন শখের মনােবিজ্ঞানী মামুনের সমস্যার সমাধান করতে যেয়ে নিজেই হারিয়ে যান।
গােয়েন্দা বিভাগের অফিসার ফিরােজ তাকে খুঁজতে যেয়ে পড়ে অথৈ সাগরে।
কী হবে এখন!