“বৃষ্টিমহল” বইটি সম্পর্কে কিছু কথাঃ
উপন্যাসের শুরুটা হয় একদল যুবকের তিনজন তরুণীদের উত্যক্ত করা দিয়ে, যা আমাদের সমাজে হরহামেশাই হয়ে থাকে। আর যুবকদের উপযুক্ত জবাব দিতে এগিয়ে যায় তিনজন থেকে এক তরুণী, যার নাম অমৃতা। আর আট দশটা মেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা। অন্যায়কে যে কখনও প্রশ্রয় দেয় না।
অমৃতা আর তার বন্ধু হৃদিতা, বিভাবরী, রুদ্র, আকাশ, সামি এদের নিয়েই উপন্যাসটা লেখা। যারা একে অন্যের প্রাণ। যারা কি-না কখনও বন্ধুদের ছাড়া অন্য কিছু ভাবতে পারে না। কখনও বন্ধুদের ছেড়ে দূরে যাবার কথা ভাবতেই তাদের বুক কেঁপে উঠে। একজন বিপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে বাকি সবাই। তাদের দুষ্টু মিষ্টি ঝগড়া, হুটহাট প্ল্যান করে ঘুরতে চলে যাওয়া। সবাই মিলে একজনকে সারপ্রাইজ দেওয়া, কখনও একজন ভেঙে পড়লে বাকি সবাই তার মনোবল হওয়া। কখনও বা একে অন্যের প্রেমে পড়ে যাওয়া। বন্ধুও যে বন্ধুত্বের মুখোশ ছিড়ে হয়ে উঠতে পারে প্রেমিক পুরুষ সেটাও লেখক তুলে ধরেছেন তার উপন্যাসে।
হ্যাঁ, প্রেমে পড়ে যায় বিভা আর সামি। দুটি আলাদা গোত্রের মানুষ ভালোবেসে ফেলে একে অন্যকে। আপ্রাণ চেষ্টা করতে থাকে দুজন এক হতে। কিন্তু তাদের মিল হয়েছিল কিনা সেটা জানতে আপনাকে অবশ্যই পড়তে হবে বৃষ্টিমহল।