প্রসঙ্গকথা
শিশুর বিস্ময় ও কৌতূহল পূরণ করা যেমন প্রয়োজন তেমনি আনন্দ দানসহ মানসিক ও মানবিকবৃত্তির সুষ্ঠু বিকাশের জন্যই মৌলিক পাঠদান প্রয়োজন। ভাষার দক্ষতা বৃদ্ধি এবং মৌলিক শিক্ষা প্রদানের জন্য পরিকল্পিতভাবে ৮টি গ্রন্থ (বাংলা, ইংলিশ, আরবি, গণিত) প্রণয়ন করা হয়েছে। গ্রন্থগুলো প্রথম ভাগ ও দ্বিতীয় ভাগ নামকরণের মাধ্যমে পাঠোপযোগী বিয়ষগুলো ধারাবাহিকভাবে উপস্থাপন করা হয়েছে। বয়স, সামর্থ্য, মেধা ও গ্রহণক্ষমতার ওপর নির্ভর করেই বর্ণ, চিত্রসহ বর্ণ, শব্দ, বাক্য, বিষয়ভিত্তিক সাধারণ জ্ঞান ইত্যাদি বিষয় উপস্থাপন করা হয়েছে। আশা করি, গ্রন্থগুলো প্রাক-প্রাইমারির শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে সহায়তা করবে।