“বিবেকের পোস্টমর্টেম” বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ
আমাদের সমাজে অপরাধ যত বড়াে, শিরােনাম তত জমজমাট। আমরা অপরাধীর শাস্তি চাই কিন্তু অপরাধী। তৈরিকারকের শাস্তি চাই না।’ অপরাধ যাই হােক না কেন, তা সংঘটিত হওয়ার মূলে রয়েছে মানুষের বিবেকহীনতা। বিবেকবর্জিত মানুষের অবিবেচক কর্মকাণ্ড নিয়েই আমার এই বইটির একেকটি গল্প সাজানাে।