কবি নজরুলের জীবনে অনেক নারী, অনেক প্রেম। প্রথম প্রেম কুমিল্লার নার্গিস। নার্গিস উপন্যাসে সে কাহিনি লিখে সাড়া জাগিয়েছেন কবি-কথাশিল্পী বিশ্বজিৎ চৌধুরী। এবার তিনি লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফজিলাতুন্নেসার সঙ্গে কবির প্রেম-আখ্যান ‘কবি ও রহস্যময়ী’ নজরুলের প্রেম নানা কাহিনির জন্ম দিয়েছে, সেসব কাহিনিকে ভেতর থেকে প্রকৃত ঘটনাবলির উপস্থাপনা আর তাকে উপন্যাসের আঙ্গিকে তুলে ধরা একটা দুরূহ কাজ। বিশ্বজিৎ চৌধুরী সে কাজটিই করেছেন নিষ্ঠার সঙ্গে।