আয়না নিয়ে পৃথিবীতে রুপকথার গল্পের শেষ নেই। আয়নার সামনে মানুষ দাঁড়ালে মানুষের প্রতিচ্ছবি প্রকাশ করে কিন্তু সুবোধের একটা আয়না আছে যে আয়নায় সুবোধ সুবোধহীন মানুষের অপকর্ম দেখতে পায়। সুবোধের আয়নায় কেউ মুখ দেখতে চায় না। আবার সুবোধ সবার মুখ দেখাতেও চায় না। নিজের মনের সুবোধকে খুন করা হাজারো মানুষের ভিড়ে এই শহরে একা লড়ে যাওয়া পাগল সুবোধ নিপীড়িত এবং অত্যাচারিত। জামান সাহেবের নিম্ন মধ্যবিত্তের সংসারের গল্পে সুবোধ এক প্রতিবাদের আয়না চরিত্র। জুথি, জুবায়েরের ভালোবাসা কি পারে সুবোধহীন এই সমাজে তাদের ভালোবাসা শেষ পর্যন্ত টিকিয়ে রাখতে? নিজেরা সুবোধহীন হয়ে আমরা অন্যের মাঝে সুবোধ খুঁজে বেড়াই আর সমালোচনার নোংরামি ছড়াই। সুবোধ কি গল্প শেষে সমাজের চোখে আঙুল দিয়ে দেখাতে পারে আমাদের মাঝের ভুলগুলো? নাকি তার আগেই সবাইকে ছেড়ে সুবোধ পালিয়ে যায়?