যারা চোখে আঙুল দিয়ে পথ দেখিয়েছেন, প্রতিক‚লতা ঠেলে পা বাড়িয়েছন নতুনের পথে, সেই সব নৈপথ্যের নায়ক যারা নিজেরাই এক একটি প্রতিষ্ঠানের পরিপূরক, আলোকিত আইকন। তাদের মস্তিস্কপ্রসূত উদ্ভাবন, উদ্যোগ, সেবা বা পণ্যের নাম, লোগো ও স্লোগান সময়ের আলোয় সমুজ্জ্বল। সেই আলোক রেখায় কাজপোকা তুমুল তারুণ্য মোহিত, এগিয়ে যাবে আগামীর পথে-এ প্রত্যাশায় ‘দ্য আইকন’।