আমার মৃত্যুর পর,
একদিন ঘোর অমানিশা শেষে জেগে ওঠা
আলোকদীপ্ত সূর্যের দিকে তাকিও,
দেখবে ও তোমাকে আমার কথা বলবে,
বলবে, আমার ভালোবাসা ওর মতোই
তোমাকে উত্তাপে রাখতো, আলোকিত করতো।
একদিন নেকড়ে জ্যোৎস্নার রাতে
রক্তাভ চাঁদের দিকে তাকিও,
দেখবে ও তোমাকে আমার কথা বলবে,
বলবে তোমার চোখে তাকিয়ে
ওর মতোই কামনায় রক্তাভ হতাম আমি….