ধর্মের ফলিত রূপ হচ্ছে শুদ্ধাচার আর অধর্মের ফলিত রূপ হচ্ছে দুরাচার। আপনার আচারই বলে দেবে আপনি ধার্মিক, না অধার্মিক। আসলে ধার্মিক যেমন দুরাচারী হতে পারে না, তেমনি দুরাচারীও কখনাে ধার্মিক বলে গণ্য হতে পারে না।
শুদ্ধাচারী হতে হলে প্রথম প্রয়ােজন। ব্যক্তির আচার-আচরণে করণীয়-বর্জনীয় সম্পর্কে সুস্পষ্ট ধারণা। বর্তমান। সংকলনে এ ধারণাগুলােই দেয়ার চেষ্টা করা হয়েছে—সুস্পষ্টভাবে, সাবলীল ভাষায়। এগুলাে আন্তরিকতার সাথে যিনিই অনুসরণের চেষ্টা করবেন, নিঃসন্দেহে তিনি হয়ে উঠবেন পরিশীলিত ভালাে মানুষ। তিনিই হয়ে উঠবেন শুদ্ধাচারী।
পড়ন। পরিবার থেকে শুরু হােক। শুদ্ধাচার চর্চা। ছড়িয়ে পড়ুক সমাজে।