এই নিমগ্ন কবির কোমলে-কঠিনে মেশা-মানুষ, নদী, জ্যোৎস্না, জোনাকি তথা নিসর্গের বৈভব-বৈচিত্রে নির্মিত কবিতাসমূহ স্থান পেয়েছে ঈষিকার শেষ টান কাব্যগ্রন্থে। কবিতা লেখার মুহূর্তকে তিনি বলেন ‘সাধনার সন্ন্যাস’। ঈষিকার শেষ টান কাব্যগ্রন্থটি পাঠক মহলে সমাদৃত হোক- এই প্রত্যাশা আমাদের।